ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: না’গঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮১, সুস্থ ৬৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুন ৬, ২০২০
করোনা: না’গঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৮১, সুস্থ ৬৮

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৮১ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। এসময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যুর খবর নেই বলে নিশ্চিত হওয়া গেছে।

শনিবার (৬ জুন) সকালে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ ব্যক্তি সুস্থ হয়েছেন।

ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮১ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট তিন হাজার ৩৯৮ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা তিন হাজার ৩৯৮ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হয়েছে ৮৫ জনের। সুস্থ হয়েছেন ৯১০ জন।  

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ০৬, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।