ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়সাহেব বাজারে গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত কেমিক্যালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুন ৬, ২০২০
রায়সাহেব বাজারে গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত কেমিক্যালে

ঢাকা: কেমিক্যাল বিস্ফোরণের ফলে রাজধানীর রায়সাহেব বাজারের লালচান মুকিম লেন এলাকায় তিনটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২ ব্যক্তি দগ্ধ হয়েছেন।  

শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।  

এ ঘটনার ব্যাপারে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার বাংলানিউজকে বলেন, গোডাউন তিনটি ছিল নাট, বল্টু ও রাবারের।

এগুলোতে বিশেষ এক ধরনের কেমিক্যাল দিয়ে মরিচা পড়া নাট-বল্টু পরিষ্কার করা হতো। সেই কেমিক্যাল বিস্ফোরণেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ঘটনাস্থল থেকে প্রাথমিক রিপোর্ট দিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।  

এ ঘটনায় দগ্ধ দুজনের মধ্যে একজন রকি (২৮), অন্য জনের নাম জানা যায়নি। তাদের দুজনকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুন ০৬, ২০২০
এজেডএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।