ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিরাপত্তা পরিষদে সদস্য হতে ভারতের ইশতেহার ঘোষণা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুন ৬, ২০২০
নিরাপত্তা পরিষদে সদস্য হতে ভারতের ইশতেহার ঘোষণা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর

ঢাকা: আগামী ২০২১-২২ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে প্রার্থী হতে ইশতেহার ঘোষণা করেছে ভারত।

শুক্রবার (৫ জুন) ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এই ইশতেহার ঘোষণা করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ইশতেহারে জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হলে তারা উন্নয়নকে প্রাধান্য দেবেন। একই সঙ্গে নীতি নির্ধারণের ক্ষেত্রে নারী ও যুবাদের অগ্রধিকার, শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে গুরুত্ব দেবেন।

আগামী ১৭ জুন জাতিসংঘে অস্থায়ী সদস্য পদে ভোট হবে। ভারত এর আগে মোট ৭ বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেয়েছে। ১৯৫০-৫১, ১৯৬৭-৬৮, ১৯৭২-৭৩, ১৯৭৭-৭৮, ১৯৮৪-৮৫, ১৯৯১-৯২ এবং ২০১১-১২ সালে। তবে প্রতিবারই ভারতকে ভোটাভুটি করে সদস্যপদ পেতে হয়েছে। এবার ৮ম বারের মতো প্রার্থী হচ্ছে ভারত।

আগামী ২০২১ -২২ সাল দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে আগামী ১৭ জুন নির্বাচন হবে।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জুন ৬, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।