bangla news

লিবিয়ায় মানবপাচার, এবার বনানী থানায় মামলা সিআইডির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৫ ১০:৫৪:৫৯ পিএম
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

ঢাকা: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় এবার বনানী থানায় মামলা দায়ের করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে মামলাটি (নং-০২) করেন সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ভাইস স্কোয়াডের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।

মামলায় বনানীর সি ব্লকের ৬ নম্বর রোডের বেঙ্গল টাইগার ওভারসিজ লিমিটেডের মালিকসহ ৩৩ জনের নামোল্লেখ করে আরও ৬০ থেকে ৬৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

এসআই কামরুজ্জামান জানান, চাকরির প্রলোভন দেখিয়ে মানবপাচার, হত্যা ও নির্যাতন করে অর্থ আদায়ের অভিযোগে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই দিন পল্টন থানায় ৩৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে আরেকটি মামলা করে সিআইডি।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জুন ০৫, ২০২০
পিএম/এএটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-05 22:54:59