ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভিজিডির চাল বিতরণের নামে অর্থ আদায়, ইউপি সদস্য বরখাস্ত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জুন ৫, ২০২০
ভিজিডির চাল বিতরণের নামে অর্থ আদায়, ইউপি সদস্য বরখাস্ত 

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২ নম্বর মৌতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মীর সালমান রহমানের বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণের নামে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী সই এক প্রজ্ঞাপনে গত ৩১ মে তার এ বরখাস্তের এ আদেশ দেওয়া হয়।  

এ সংক্রান্ত ৪৬.০০.৮৭০০.০১৭.২৭.০০২.১৭ (অংশ-১)-৫০৪ নম্বর স্মারকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মীর সালমান রহমানের বিরুদ্ধে ভিজিডির চাল বিতরণের নামে উপকারভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সাতক্ষীরা জেলা প্রশাসক স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪ ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন ও তার এরূপ কার্যকলাপ জনস্বার্থে সমীচীন না হওয়ায় তাকে স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

 

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুন ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।