ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দীঘিনালায় দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুন ৫, ২০২০
দীঘিনালায় দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় মরিয়ম বেগম (৫৮) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুং এলাকায় নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, দৃষ্টিপ্রতিবন্ধী মরিয়ম বেগম বাড়িতে একাই থাকতেন।

সকালে মরিয়ম বেগমের রক্তাক্ত মরদেহ দেখে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। অর্থ ও রেশন কার্ড সংক্রান্ত বিরোধের জেরে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নারীর শরীরে বিভিন্ন স্থানের ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। স্বজনদের অভিযোগ, মরিয়ম বেগমকে পরিকল্পিতভবে হত্যা করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দেব বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।