ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নোয়াখালীতে ৩৯ জনের করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে ৮৮০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জুন ৫, ২০২০
নোয়াখালীতে ৩৯ জনের করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে ৮৮০ 

নোয়াখালী: নোয়াখালীতে নতুন করে আরও ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ আক্রান্ত পজিটিভ শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৮০ জনে দাঁড়ালো।

শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান

তিনি বাংলানিউজকে জানান, গত ২ ও ৩ জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে বৃহস্পতিবার (৪ জুন) রাতে ফলাফলে ৩৯ জনের করোনা পজিটিভ আসে।

 

মোট আক্রান্ত ৮৮০ জনের মধ্যে ৩৭ জনকে জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন ৭২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭ জন এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্য হয়েছে ২৪ জনের। শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিলেন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু ২৪ জন। এছাড়া নতুন করে ৩৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে।  

এদিকে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে স্বাস্থ্যবিধি ও নিরাপদ শারীরিক দূরত্ব না থাকায় দিন দিন করোনা সংক্রমণ আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।   

জেলার নয় উপজেলার মধ্যে করোনা ভাইরাস সংক্রমণে মোট আক্রান্ত রোগীর অর্ধেক বেগমগঞ্জ উপজেলার হওয়ায় প্রশাসন তৃতীয় দফা লকডাউন করেছে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজার। যা আগামী ৭ জুন পর্যন্ত কার্যকর থাকবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।