ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২০, মোট ২৪২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ৫, ২০২০
গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২০, মোট ২৪২ 

গোপালগঞ্জ: গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে নতুন করে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২৪২ জনে দাঁড়ালো।

শুক্রবার (৫ জুন) দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় ৮ জন, গোপালগঞ্জ সদরে ৭, টুঙ্গিপাড়ায় ৩ ও মুকসুদপুরে ২ জন রয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট তিন হাজার ২১৮ জনের নমুনা পাঠানো হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। বাকিদের মধ্যে ১২০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১২১ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে ৫৮ জন, কাশিয়ানীতে ৬৪, গোপালগঞ্জ সদরে ৩৬, টুঙ্গিপাড়ায় ৩৮ ও কোটালীপাড়ায় ৪৬ জন।  

বাংলাদেশ সময়: ১৫০২, জুন ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।