ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুন ৫, ২০২০
পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ ৫

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে ৫ জন নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার শয়তানখালী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  

জানা গেছে, দুপুরে নদী পাড় হওয়ার সময় উত্তাল ঢেউসহ স্রোতের কবলে পড়ে ২৬ জন নিয়ে নৌকাটি ডুবে যায়।

এসময় ২১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন পাঁচজন। এরা সবাই কৃষি শ্রমিক ও কৃষক।  

জেলার সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার বাংলানিউজকে বলেন, নিখোঁজদের উদ্ধার করতে ডুবুরি দল খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছলে উদ্ধার কাজ শুরু হবে।  

তিনি বলেন, নিখোঁজ ও তীরে ফেরত আসাদের মধ্যে অধিকাংশই দেশের বিভিন্ন জেলা থেকে কৃষি কাজে সহায়তার জন্য এসেছিল।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ০৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।