bangla news

বাংলানিউজের ইফতির বাবা সাংবাদিক মাহবুব আলম আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৫ ১২:০৫:১৭ পিএম
শোক

শোক

ঢাকা: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট মিরাজ মাহবুব ইফতির বাবা প্রবীণ সাংবাদিক মাহবুব আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

শুক্রবার (০৫ জুন) সকাল ৯টা ৩৮ মিনিটে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।

তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর কালশীর সাংবাদিক আবাসিক এলাকায় শুক্রবার বাদ জুমা তার জানাজা সম্পন্ন হবে বলে জানা গেছে।

মিরাজ মাহবুব ইফতি জানিয়েছেন, তার বাবা কর্মীজীবনে ইউএনবি, দৈনিক আজাদ, দৈনিক দিনকাল, দৈনিক সংবাদসহ অসংখ্য গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে বেশ কয়েক বছর ধরে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন।

মিরাজ মাহবুব ইফতির বাবার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার ও বাংলানিউজ পরিবার।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুন ০৫, ২০২০
টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   শোক
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-05 12:05:17