bangla news

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৫ ১১:৩১:৫৫ এএম
জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ফটো

জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ফটো

ঢাকা: করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। বর্তমানে তাকে নেবুলাইজার দিয়ে রাখা হয়েছে।

শুক্রবার (৫ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। কাল রাতে কিছু সময়ের জন্য তার শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। সকালে নাস্তা করার পর স্যার শুয়ে ছিলেন, তখন আবার শ্বাসকষ্ট অনুভব করায় বর্তমানে তাকে নেবুলাইজার দেওয়া হয়েছে।  

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমা‌নে গণস্বাস্থ্য নগর হাসপাতা‌লে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। 

গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র‍্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী এবং ছেলেও করোনা ভাইরাসে আক্রান্ত। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। 
 
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জুন ০৫, ২০২০
আরকেআর/এইচজে

ক্লিক করুন, আরো পড়ুন :   করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-05 11:31:55