ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় ইউরোলজিস্ট অধ্যাপক ডা. কিবরিয়ার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুন ৫, ২০২০
করোনায় ইউরোলজিস্ট অধ্যাপক ডা. কিবরিয়ার মৃত্যু

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এসএএম গোলাম কিবরিয়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (০৫ জুন) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ইউরোলজিস্ট ডা. কিবরিয়া গত বুধবার (০৩ জুন) থেকে আইসিইউতে ছিলেন।

পরে বৃহস্পতিবার (০৪ জুন) দিনগত রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবলিটিসের (এফডিএসআর) হিসাব মতে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৮ জন চিকিৎসক মারা গেছেন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ চিকিৎসক। এছাড়া এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭ জন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ০৫, ২০২০
পিএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।