ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

লিবিয়ার ঘটনায় কিশোরগঞ্জে ২ আসামির জবানবন্দি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, জুন ৫, ২০২০
লিবিয়ার ঘটনায় কিশোরগঞ্জে ২ আসামির জবানবন্দি

কিশোরগঞ্জ: লিবিয়ায় মানব পাচারকারী চক্রের হাতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি মো. হেলাল মিয়া ওরফে হেলু (৪৫) ও মো. খবির উদ্দিন (৪২) আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রফিকুল বারী এর খাস কামরায় তারা জবানবন্দি দেন।

জবানবন্দি শেষে আসামি মো. হেলাল মিয়া ওরফে হেলু ও মোঃ খবির উদ্দিনসহ আটক আরেক আসামি শহিদ মিয়াকে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

জবানবন্দি দেওয়া আসামিরা হলেন-উপজেলার শম্ভুপুর এলাকার মৃত আব্দুল আহাদ মিয়ার ছেলে মো. হেলাল মিয়া ওরফে হেলু (৪৫), তাতার কান্দি এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. খবির উদ্দিন (৪২)।

এর আগে তাদের পুলিশি ব্যবস্থায় কিশোরগঞ্জ আদালতে হাজির করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে আসামিদেরকে আদালতে উপস্থাপনকারী সিআইডির উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বাংলানিউজকে জানান, মানব পাচারে আসামিরা জড়িত থাকার কথা স্বীকারসহ গুরুত্বপূর্ণ অনেক তথ্য প্রদান করেছেন।

লিবিয়ায় নিহত ভৈরবের সাদ্দাম হোসেন আকাশ (২৫) এর বড় ভাই মো. মোবারক হোসেন বাদী হয়ে গত ৩১ মে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। ওই দিনই এজাহারভুক্ত মানব পাচারকারী চক্রের এক আসামি মো. বাহারুল আলম ওরফে বাচ্চু মিলিটারিকে সিআইডি পুলিশ আটক করেন এবং পরদিন ১ জুন আদালতে পাঠানো হলে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মো. রফিকুল বারী।

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘন্টা, ০৫ জুন, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।