bangla news

পাবনায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৫ ১২:২৫:৩৫ এএম
...

...

পাবনা: পাবনায় পৃথক উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে সাত বছরের এক শিশু।

বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যার দিকে বৃষ্ঠির সাথে বজ্রপাত হলে জেলার আটঘরিয়া, চাটমোহর, সুজানগর ও আতাইকুলা ৫জন বজ্রপাতে আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃতব্যক্তিরা হলেন, আটঘরিয়ার চাঁদভা চকপাড়া গ্রামের লবা’র ছেলে হাশেম (৩৭), সুজানগর উপজেলার শানিতপুর দুলাই গ্রামের রওশন আলীর ছেলে জলিল আলী সরদার (৫০), চাটমোহর উপজেলার হান্ডিয়াল কান্নিগ্রামের ইউনুছ আলীর ছেলে শরিফুল ইসলাম (২৫) ও আতাইকুলা তেলেগ্রামের মনিরুলজ্জামান মনি (১৯)।

আহত শিশু হৃদয় (৭)কে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, নিহতদের মধ্যে ৩জন মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলো অপর একজন মাঠে ঘুড়ি ওড়াচ্ছিল।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুন ০৫, ২০২০
এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-05 00:25:35