ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ৪, ২০২০
ফুলবাড়ীয়ায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বজ্রপাতে পৃথক স্থানে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার আছিম পাটুলী ও কালাদহ ইউনিয়নের তিনটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল মোতালেব (৫০), রবিন (১৩) ও ইমরান (১৭)।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে কৃষক মোতালেব গোসল করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ইউনিয়নের রামনগড় গ্রামের মোফাজ্জলের হোসেনের ছেলে রবিন বাড়ির পাশে বিলে মাছ ধরতে গেলে বজ্রপাতে মারা যায়।

এছাড়া পার্শ্ববর্তী কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ পূর্বপাড়া গ্রামের বাড়ির পাশে খোলা মাঠে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে আইয়ুব আলীর ছেলে ইমরানের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
একে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।