ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে বাসে দ্বিগুণ ভাড়া আদায়ে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জুন ৪, ২০২০
বরিশালে বাসে দ্বিগুণ ভাড়া আদায়ে জরিমানা

বরিশাল: বরিশালে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি অমান্য ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি পরিবহন এবং এক যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) জেলা প্রশাসের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী এসএ পরিবহন, অন্তরা পরিবহন এবং ঢাকা অভিমুখী দিদার ট্রাভেলস নামক তিনটি বাসের বেশ কয়েকজন যাত্রী নির্ধারিত ভাড়ার দ্বিগুণ/তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযানে গিয়ে দেখতে পায় বাসগুলো ৫ থেকে ৭শ টাকার ভাড়া দেড়হাজার থেকে ১ হাজার ৬শ টাকা করে নিচ্ছে। অভিযোগ স্বীকার করে বাস সুপারভাইজার ও চালক এ জন্য মালিকপক্ষকে দায়ী করেন। এমন অপরাধে পরিবহন তিনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এছাড়া অভিযানে স্বাস্থ্যবিধি না মানায় র‌্যাব- ৮ এর সদস্যদের সহযোগিতায় এক যাত্রীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, ঢাকা ও চট্টগ্রামমুখী বেশ কয়েকটি বাস থামিয়ে স্বাস্থ্যবিধি পরিপালন ও ভাড়া তালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা পরিদর্শন করা হয়। এছাড়া ঢাকা ও চট্টগ্রামমুখী বেশ কয়েকটি বাস থামিয়ে স্বাস্থ্যবিধি পরিপালন ও ভাড়া তালিকা অনুযায়ী নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা পরিদর্শন করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।