ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা উপসর্গ নিয়ে ভৈরবে ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুন ৪, ২০২০
করোনা উপসর্গ নিয়ে ভৈরবে ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জ: করোনা উপসর্গ নিয়ে কিশোরগঞ্জের ভৈরবে দুই বৃদ্ধসহ তিন জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিভিন্ন স্থানের নিজ নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।  

মৃত তিনজন হলেন- ভৈরবের কেবি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকার বাসিন্দা এক ব্যক্তি (৫৫), জগন্নাথপুর এলাকার বাসিন্দা এক বৃদ্ধ (৬৩) ও উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকার বাসিন্দা এক বৃদ্ধ (৬৫)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত সাতদিন ধরে জ্বরে ভুগছিলেন ওই বিদ্যালয় এলাকার বাসিন্দা ব্যক্তি। বৃহস্পতিবার ভোরে শ্বাসকষ্ট শুরু হয়। পরে সকালের দিকে তিনি মারা যান।

এদিকে জগন্নাথপুর এলাকার বাসিন্দা এক বৃদ্ধের ১০ দিন ধরে জ্বরের সঙ্গে সর্দি ছিল। ভোরে তার শ্বাসকষ্ট শুরু হয়। সকালে তিনি মারা যান।

এছাড়াও নয়দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও গলা ব্যথায় ভুগছিলেন শম্ভুপুর এলাকার বাসিন্দা এক বৃদ্ধ। সকালে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে তিনি মারা যান।
 
এ ব্যাপারে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের মোবাইলফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।