ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কামাল লোহানী

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুন ৪, ২০২০
সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কামাল লোহানী

ঢাকা: ফুসফুস ও কিডনির জটিলতায় হাসপাতালে ভর্তি হওয়া দেশের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। মোটামুটি সুস্থ হয়ে হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) কামাল লোহানীর ছেলে সাগর লোহানী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, গত ১৭ মে সকালে ফুসফুস ও কিডনির জটিলতায় বাবাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

তার অবস্থা এখন আগের তুলনায় অনেক ভালো। মোটামুটি সুস্থ হওয়ায় তাকে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে সাগর লোহানী আরও বলেন, অনেকদিন ধরেই বাবার ফুসফুস ও কিডনির সমস্যা। দেশে করোনা পরিস্থিতির কারণে গত ২ মাস বাবার ট্রিটমেন্ট হচ্ছিল না। তাকে হাসপাতালেও নেওয়া যাচ্ছিল না। বেশ জটিল অবস্থা। কিছুদিন আগে অবস্থা বেশ গুরুতর হয়। আমরা টেলিফোনে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতেই তার চিকিৎসা করছিলাম। কিন্তু অবস্থার অবনতি হলে ১৭ মে সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসার পর এখন তিনি ভালো আছেন।

ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ৮৬ বছর বয়সী প্রবীণ এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এইচএমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।