ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে জয়পুরহাট চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ৪, ২০২০
বকেয়া বেতনের দাবিতে জয়পুরহাট চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

জয়পুরহাট: তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে দেশের সর্ববৃহৎ জয়পুরহাট চিনিকলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে চিনিকল চত্বর থেকে একটি মিছিল বের হয়ে জয়পুরহাট-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে।  

শেষে চিনিকল চত্বরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক জুয়েল, সাংগঠনিক সম্পাদক সাকি প্রমুখ।

 

বক্তারা জানান, গত তিন মাসের মূল বেতন, গ্রাচুইটি, এরিয়া বিলসহ প্রায় ১৫ কোটি টাকা বকেয়া রেখেছে মিল কর্তৃপক্ষ। এতে চিনিকলের স্থায়ী ৫২০ জন শ্রমিক-কর্মচারী পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।