ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাংলামোটরে বাসচাপায় নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুন ৪, ২০২০
বাংলামোটরে বাসচাপায় নিহত ২

ঢাকা: রাজধানীর বাংলামোটরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন- বেলায়েত (৫২) ও মোকসুদুর রহমান (৪২)।

আহত হলেন জাকির হোসেন (৪৭)।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, নিহত বেলায়েতের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামে। তিনি রাজধানীর বাংলামোটর এলাকায় থেকে মেশিনে সরিষার তৈল ভাঙিয়ে বিক্রি করতেন।

অপরদিকে নিহত তোফাজ্জলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলায়। তার বাবার নাম আবু আসাদ। তিনি রাজধানীর মালিবাগ এলাকায় থেকে একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন।  

এছাড়া আহত জাকির ঘটনার সময় অপর একটি মোটরসাইকেলে ছিলেন। তার অবস্থা এখন ভালো।

রমনা ডিভিশনের ডিসি মো. সাজ্জাদুর রহমান জানান, সকালে বাংলামোটর মোড়ে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হন। এ ঘটনায় আহত হন অপর এক ব্যক্তি। ঘটনার পরপরই বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুন ০৪, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।