ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবহেলার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জুন ৪, ২০২০
অবহেলার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা

ঢাকা: অগ্নিকাণ্ডের কারণে অবহেলা জনিত মৃত্যুর অভিযোগ এনে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক নিহতের স্বজন।

বুধবার (০৩ জুন) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর গুলশান থানায় মামলাটি (নং-০৩) দায়ের করা হয়।

মামলার বাদী হয়েছেন রোনাল্ড মিকি গোমেজ নামে একজন।

তিনি আগুনের ঘটনায় নিহত ভেরুন এন্থনি পলের স্বজন বলে গুলশান থানা পুলিশ জানিয়েছে।  

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডে নিহত পাঁচ জনের মধ্যে একজনের স্বজন অবহেলা জনিত মৃত্যুর অভিযোগ এনে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সে অনুযায়ী তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৭ মে রাতে ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে করোনা রোগীদের জন্য স্থাপিত অস্থায়ী আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এর মধ্যেই চিকিৎসাধীন পাঁচ রোগীর মৃত্যু হয়।

ঘটনার পর পরই তড়িঘড়ি করে গুলশান থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, ইউনাইটেডে পাঁচ রোগীর মৃত্যুর তদন্ত হাসপাতাল কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং পুলিশ মহাপরিদর্শককে আলাদাভাবে আগামী ১৪ জুনের মধ্যে প্রতিবেদন চেয়েছে হাই কোর্ট।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, জুন ০৩, ২০২০
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।