ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সেনবাগে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জুন ৩, ২০২০
সেনবাগে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাজিফা আক্তার (৪) ও ইয়াসমিন (৯) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত নাফিজা ওই এলাকার মাঈন উদ্দিনের মেয়ে ও ইয়াসমিন মাঈনের বাসার গৃহকর্মী।



স্থানীয়রা জানান, দুপুরে নাফিজা ও ইয়াসমিন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। খেলার কোনো এক সময় অসাবধানবশত তারা পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকেন। একপর্যায়ে তাদের দু’জনকে পুকুরের পানি ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাদের মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় নিহত  দুই শিশুকে পারিবারিক কবরস্থানে দাফন হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বাংলানিউজকে জানান, এ বিষয়ে কোনো অভিযোগ এলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জুন ০৩, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।