বুধবার (৩ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
তিনি বলেন, মঙ্গলবার (২ জুন) সিলেটের দক্ষিণ সুরমার কদমতলিস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনালে সমিতির টাকা নিয়ে বিবাদের জেরে দুই দফা সংঘর্ষে জড়ান পরিবহন শ্রমিকরা। বিকেল ৪টা ও পৌনে ৬টার দিকে হওয়া ওই সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এনইউ/এইচজে