bangla news

পুকুরে ভেসে উঠলো দুই ভাইয়ের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৩ ৭:২৭:২৯ পিএম
দুই শিশুর মরদেহ, ছবি: বাংলানিউজ

দুই শিশুর মরদেহ, ছবি: বাংলানিউজ

যশোর: যশোরের অভয়নগর উপজেলায় পুকুর থেকে হাসান ও হুসাইন (২) নামে জমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার সিদ্ধিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হাসান ও হুসাইন সিদ্ধিপাশা গ্রামের মাজেদ শেখের ছেলে। জমজ দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুদের চাচা ও স্থানীয় ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে খেলা করছিল হাসান-হুসাইন। দুপুরে দুই ছেলেকে না পেয়ে তাদের মা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে ডোবার মধ্যে দুই ছেলেকে ভেসে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, দুই বছর বয়সী সহোদরের মৃত্যুর খবর পেয়েছি।এঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।
 
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুন ০৩, ২০২০
ইউজি/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-03 19:27:29