ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহাসড়কে প্রাণহানি: হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ৩, ২০২০
মহাসড়কে প্রাণহানি: হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবৈধ থ্রি-হুইলার দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (০৩ জুন) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শহীদ উল্লাহ।

তিনি বলেন, মঙ্গলবার (০২ জুন) শাহজাদপুরের সরিষাকোল এলাকায় দুর্ঘটনাসহ প্রশাসনিক কারণে ওসি খায়রুল ইসলামকে বুধবার সকালে বদলি করে হাইওয়ে পুলিশ বগুড়া আঞ্চলিক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

 

প্রসঙ্গত, মঙ্গলবার (০২ জুন) বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের তিনযাত্রী মারা যান। এছাড়াও মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচলের কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad