bangla news

খাগড়াছড়িতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৩ ৫:৫৭:৩৩ পিএম
বজ্রপাত। ফাইল ফটো

বজ্রপাত। ফাইল ফটো

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বুধবার (০৩ জুন) দুপুরে পৃথক দুটি ঘটনায় তাদের মৃত্যু হয়। এসময় দুটি গরুও বজ্রপাতে মারা যায়।

নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়ি এলাকার বাসিন্দা রমজান আলী (৫২) ও মাটিরাঙ্গার গুমতি ইউনিয়নের বাসিন্দা আদম আলী (৪০)।

স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার দুপুর সোয়া ১টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়িতে নিজ ঘরের বারান্দায় বসা ছিলেন রমজান আলী। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি অজ্ঞান হয়ে যান। তাৎক্ষনিক খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রমজান আলী পেশায় একজন শ্রমিক।

অপরদিকে মাটিরাঙ্গার গুমতি ইউনিয়নের রত্নাটিলা এলাকায় আকস্মিক বজ্রপাতে প্রাণ হারিয়েছেন মো. আদম আলী (৪০) নামে এক কৃষক।

মাটিরাঙ্গার গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন জানান, কৃষক আদম আলী নিজের জমিতে কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে জ্ঞান হারালে তাকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এডি/এমএইচএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-03 17:57:33