ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে ঝিনুক শ্রমিককে অপহরণ, ৬ জনকে পিটিয়ে আহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুন ৩, ২০২০
সুন্দরবনে ঝিনুক শ্রমিককে অপহরণ, ৬ জনকে পিটিয়ে আহত

পাথরঘাটা, বরগুনা: সুন্দবরনের গহীনে আলোরকোল খাল থেকে মহসিন (৩৫) নামে এক ঝিনুক শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও ছয় জনকে পিটিয়ে আহত করে দস্যুরা। পরে কয়েক ঘণ্টা চালিয়ে পাথরঘাটা বরাবর পশ্চিমে সুন্দরবনের ছাপরাখালী এলাকায় ওই ছয়জনকে ছেড়ে দেওয়া হয়। 

বুধবার (৩ জুন) দুপুরে ফিরে আসা ঝিনুক শ্রমিকরা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। আহতরা হলেন- হাবিবুর রহমান, মুসা, রফিক।

বাকিদের নাম জানাতে পারেনি তারা। তাদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে।  

এর আগে, মঙ্গলবার (২ জুন) রাত ১১টার দিকে সুন্দরবনের গহীনে আলোরকোল খালে ঝিনুক তোলার সময় তাদের ট্রলারে হানা দেয় ১০ জনের এক দল দস্যু। এ সময় ওই ট্রলারে থাকা সাতজনের ওপর হামলা চালিয়ে ট্রলারসহ ছয়জনকে ফিরিয়ে দিলেও মহসনি নামে একজনকে সুন্দরবনের গহীনে নিয়ে যায় দস্যুরা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, ফিরে আসা ঝিনুক শ্রমিকরা আমাদের কাছে এ তথ্য জানানোর পর আমরা খোঁজ নিচ্ছি। তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী জানানো হয়।  

তিনি আরও বলেন, ওই দস্যু বাহিনীর হাতে অন্তত আটটি আগ্নেয়াস্ত্র ছিল এবং একাধিক রামদাও ছিল। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  

এ ব্যপারে র‌্যাবের সহকারী পরিচালক (এএসপি) আদনান মুস্তাফিজ বাংলানিউজকে বলেন, এ খবর আমরা শোনা মাত্রই আমাদের ফোর্স কাজ করছে। সুন্দরবনসহ আশপাশে অনুসন্ধান চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মে  ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।