ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙ্গাবালীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জুন ৩, ২০২০
রাঙ্গাবালীতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর জেলার রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে ফাইজুল গাজী (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আবদুল কুদ্দুস ফরাজী নামে একজন আহত হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালি এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে কাউখালী স্লুইসঘাটের উত্তর পারে একটি মাছের ঘেরে মাটি কাটতে যায় ফয়জুল গাজী।

তার সঙ্গে আরও ৫ জন শ্রমিক ছিল। মাটিকাটার একপর্যায়ে আবহাওয়া খারাপ দেখে তারা বিরতি নেন।

এসময় হঠাৎ করে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ফয়জুল গাজীর মৃত্যু হয়। একই সময়ে আব্দুল কুদ্দুস ফরাজি নামের একজন আহত হয়েছে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসফাকুর রহমান বাংলানিউজকে জানান, এরকম একটি তথ্য পাওয়া গেছে এবং এ বিষয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।