ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুন ৩, ২০২০
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৬ করোনা ভাইরাস

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১০৬ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। এ সময়ের মধ্যে জেলায় কোন মৃত্যুর সংবাদ নেই বলে নিশ্চিত করেছেন তিনি।

বুধবার (৩ জুন) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান তিনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কোন ব্যক্তির সুস্থ হবার তথ্যও নেই বলে জানান তিনি।

ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৩১৫৩ জনের ফলাফল পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৩১৫৩ জন। এর মধ্যে মোট মৃত্যু হয়েছে ৮৫ জনের আর সুস্থ হয়েছেন ৮১৩ জন।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুন ৩, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।