bangla news

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৩ ১২:২৮:০০ পিএম
ঘটনাস্থল, ছবি: বাংলানিউজ

ঘটনাস্থল, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- আক্কাস আলী (৫০), কুলেছা বেগম (৪২) ও কামরুল ইসলাম (৩৫)।

বুধবার (০৩ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাজার ও সকালে সিডস্টোর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভরাডোবা বাজার এলাকায় অপর একটি গাড়িকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা দুই পোশাক শ্রমিক দম্পতি মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় অপর একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন কুলেছা বেগম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার নিহত কুলেছা বেগমের স্বামী আক্কাস আলীকেও মৃত ঘোষণা করেন। আহত অপর দম্পতি জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টিকে (১৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সকালে মহসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় ঢাকাগামী একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী কামরুল ইসলামের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ০৩, ২০২০
টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-03 12:28:00