bangla news

চিলাহাটি থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে আন্তঃনগর রূপসা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৩ ১১:৩৯:৫৭ এএম
শারীরিক দূরত্ব বজায় রেখে ট্রেন চলাচল শুরু। ছবি: বাংলানিউজ

শারীরিক দূরত্ব বজায় রেখে ট্রেন চলাচল শুরু। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর চিলাহাটি-খুলনা রেলপথে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। 

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টায় খুলনার উদ্দেশে ছেড়ে গেছে আন্তঃনগর ট্রেন রুপসা। রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি। উভয় ট্রেন নীলফামারীর সর্বশেষ স্টেশন চিলাহাটি থেকে ছেড়ে যাবে।

শারীরিক দূরত্ব বজায় রেখে এবং রেলের নিয়ম-নীতি মেনে ট্রেন দুটি চলাচল করবে। ইতোমধ্যে অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। চিলাহাটি, ডোমার, নীলফামারী ও সৈয়দপুর স্টেশনে যাত্রীদের শারীরিক দূরত্ব বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ট্রেন দুটিতে খাবার গাড়ি সংযোগ থাকলেও সেখানে কোনো খাবার থাকবে না। মাস্ক ও টিকিট ছাড়া কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবে না।

সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর স্টেশনে এসে দাঁড়ায় রূপসা ট্রেনটি। এ সময় বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশ সুপার সিদ্দিকী তানজিলুর রহমান উপস্থিত থেকে যাত্রীদের শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করেন এবং মাস্কবিহীন যাত্রীদের মাস্ক বিতরণ করেন। 

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুন ০৩, ২০২০
আরএ

ক্লিক করুন, আরো পড়ুন :   নীলফামারী
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-03 11:39:57