bangla news

কোনাবাড়ীতে একটি মার্কেটে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০৩ ১০:৫৭:৪০ এএম
ফাইল ফটো

ফাইল ফটো

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন নতুনবাজার এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নতুনবাজার এলাকায় একটি মার্কেটে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ওই মার্কেটে গার্মেন্টসের ফেব্রিক্স কাপড়ের দোকান, গেঞ্জি তৈরির ছোট ছোট কারখানা ও ঝুটের দোকানসহ বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুন ৩, ২০২০
আরএস/এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   আগুন গাজীপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-03 10:57:40