ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে বন কর্মকর্তার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জুন ৩, ২০২০
করোনা আক্রান্ত হয়ে কক্সবাজারে বন কর্মকর্তার মৃত্যু

কক্সবাজার: এবার করোনায় ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংকরোড স্টেশন কর্মকর্তা ফরেস্টার শফিউর রহমানের (৫৪) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

শফিউরের গ্রামের বাড়ি নওগার নিয়ামতপুর।

তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংকরোড স্টেশন কর্মমকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেন। ।

তিনি বাংলানিউজকে জানান, অসুস্থবোধ করায় ঈদুল ফিতরের পরের দিন ছুটি নিয়ে তার নিজ বাড়িতে চলে যান শফিউর রহমান। সেখানে গিয়ে তার শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বর তীব্র হয়। এ অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গত ৩১ মে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এসবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।