ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৭, জুন ২, ২০২০
সিরাজগঞ্জে বাসচাপায় শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত ছবি প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাসচাপায় শিশু সন্তানসহ স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কাঞ্চু সূত্রধর (৪০) তার স্ত্রী আন্না রানি (৩৫) ও তাদের শিশুকন্যা তোড়া (৭)।

নিহতদের বাড়ি উপজেলার সরিষাকান্দি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় একটি অটোরিকশায় করে কাঞ্চু সূত্রধর তার স্ত্রী আন্না রানি ও তাদের শিশুকন্যা তোড়া যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাঞ্চু সূত্রধরের মৃত্যু ও তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, জুন ০২, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ