bangla news

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০২ ৬:২৬:৫১ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মো. নাঈম নামের ১০ বছরের এক পথচারী শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ইলির গোজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম স্থানীয় টুমচর গ্রামের আবুধাবি প্রবাসী জয়নাল আবদীনের ছেলে ও লক্ষ্মীপুর আলীয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় মজুচৌধুরীর হাট থেকে বালুভর্তি একটি পিকআপভ্যান পথচারী শিশুকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, চালক ও পিকআপটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৬, জুন ০২, ২০২০
এসআর/জেআইএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-02 18:26:51