ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এডিস নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযানে জরিমানা ১০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জুন ২, ২০২০
এডিস নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযানে জরিমানা ১০ হাজার

ঢাকা: এডিস মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর মধ্যবাড্ডায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীন এ অভিযানে নেতৃত্ব দেন।

এসময় ১১টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এতে ওই ভবনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কিছু ভবনে জমে থাকা বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা পাওয়ায় তৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।

এডিস মশা নিয়ন্ত্রণে গত ১০ মে থেকে ডিএনসিসি পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত মোট চার লাখ ২৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ০২, ২০২০
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।