ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা: গাজীপুরে মোট শনাক্ত ১৩৪০, মৃত্যু ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুন ২, ২০২০
করোনা: গাজীপুরে মোট শনাক্ত ১৩৪০, মৃত্যু ৬

গাজীপুর: গাজীপুরে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪০ জনে।

মঙ্গলবার (২ জুন) গাজীপুর সিভিল সার্জন মো. খাইরুজ্জামান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, গাজীপুরে গত ২৪ ঘণ্টায় ৪৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ৯৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। নতুন শনাক্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলার ৬৩ জন, কালিয়াকৈরের ৭ জন, কালীগঞ্জের ৪ জন, শ্রীপুরের ১৩ জন ও কাপাসিয়ার ৫ জন রয়েছেন।

খাইরুজ্জামান আরও জানান, এ নিয়ে গাজীপুরে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ হাজার ৩৪০। এর মধ্যে কালিয়াকৈর উপজেলার ১৩২ জন, কালীগঞ্জ উপজেলাযর ১৪৪ জন, কাপাসিয়ায় ৯৬ জন, শ্রীপুর উপজেলায় ৯৩ জন এবং  গাজীপুর সদর উপজেলা ও সিটি করোপোরেশন এলাকার রয়েছেন ৮৭৫ জন। এ জেলায় সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এছাড়া শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮০ জন। গাজীপুরে এ পর্যন্ত মোট ১১ হাজার ১৫৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ০২, ২০২০
আরএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।