ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুমেকে করোনা উপসর্গে ৩ রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, জুন ২, ২০২০
খুমেকে করোনা উপসর্গে ৩ রোগীর মৃত্যু

খুলনা: করোনা উপসর্গ নিয়ে শেষ ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ফ্লু কর্নার ও করোনা বিভাগে ৩ রোগীর মৃত্যু হয়েছে। 

এদের মধ্যে একজন সোমবার (১ জুন) রাতে ও দুজন মঙ্গলবারে (২ জুন) মারা যান। এ নিয়ে করোনা উপসর্গে খুলনায় ২৯ জনের মৃত্যু হলো।

 

নিহতদের ব্যাপারে খুমেক হাসপাতালের কনসালট্যান্ট ও ফ্লু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস জানান, সোমবার বিকেলে যশোর জেলার ঝিকরগাছার এক ব্যক্তি (৫২) এ হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এদিন কিডনিজনিত সমস্যা নিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি হন একই জেলার মনিরামপুর উপজেলার গাংরা গ্রামের আরেক নারী (৩৬)। গভীর রাতে শ্বাসকষ্ট হওয়ায় তাকে ফ্লু ওয়ার্ডে নেওয়া হয়। সেখানেই ভোরে তিনি মারা যান। এছাড়া মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি মহানগরীর সোনাডাঙ্গার এলাকার এক বাসিন্দা (৩৯) মারা যান। তিনি ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন।

মৃতদের করোনা ছিল কিনা, তা জানতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান শৈলেন্দ্র নাথ।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ০২, ২০২০
এমআরএম/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।