bangla news

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বাম জোটের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০২ ৪:২১:২৩ পিএম
ছবি:বাংলানিউজ

ছবি:বাংলানিউজ

বরিশাল: করোনা মহামারি দুর্যোগের সময়ে বাস ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি।

মঙ্গলবার (০২ জুন) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে প্রতিবাদ জানান তারা।

বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা সমন্বয়ক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা সদস্য সচীব ডা. মনিষা চক্রবর্তী, কমিউনিষ্ট পার্টি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিষ্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অদ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, বাসদের মার্সবাদী জেলা সমন্বয়ক সাইদুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, করোনার মহামারিকালে বাস ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি করা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে একতরফা মালিকদের স্বার্থ রক্ষায় বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। এটা করোনায় বিপর্যস্ত মানুষের ওপর ‘মরার ওপর খাঁড়ার ঘা’। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

বক্তারা আরো বলেন, এমন অযৌক্তিক বাস ভাড়া অবিলম্বে প্রত্যাহার করতে হবে আর তা না হলে জনগণের বিক্ষোভের সামনে আপনারা দাঁড়াতে পারবেন না।  ট্রাম্পের মতো শক্তিশালী প্রেসিডেন্ট জনগণের বিক্ষোভের মুখে সামনে আসার সাহস পায়নি। তেমনি ভাবে বাংলাদেশের মানুষ বিক্ষোভ করলে আপনারাও টিকে থাকতে পারবেন না।

এদিকে একই দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার বেলা ১২টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করে তারা। 

এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সম্পা দাশ। বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একে আজাদ, বিএম কলেজ সভাপতি কিশোর কুমার বালা, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক তুষার সেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘন্টা, জুন ০২, ২০২০
এমএস/এমএমএস

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-02 16:21:23