ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুন ২, ২০২০
বগুড়ায় স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিজরুল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোফাজ্জল হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।
 

মঙ্গলবার (২ জুন) দুপুরে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার।  

এ পর্যন্ত নন্দীগ্রাম উপজেলায় একজন চিকিৎসকসহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে সুস্থ হয়েছেন দুইজন।

জানা যায়, উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গত কয়েকদিন আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়। তখন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষা শেষে সোমবার (১ জুন) রাতে তার শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে।

ইউএনও শারমিন আখতার বাংলানিউজকে জানান, উপজেলায় একজন চিকিৎসকসহ মোট সাতজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে দুইজন সুস্থ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুন ০২, ২০২০
কেইউএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।