bangla news

রাঙামাটিতে মাস্ক না পরায় ১৭ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৬-০২ ৩:১১:৫২ পিএম
ভ্রাম্যমাণ আদালতের অভি যান। ছবি: বাংলানিউজ

ভ্রাম্যমাণ আদালতের অভি যান। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটিতে মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০২ জুন) সকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা হয়।

এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একেএম মামুনুর রশিদ। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা ম্যাজিস্ট্রেট একেএম মামুনুর রশীদ বলেন, রাঙামাটি শহরের পুরাতন বাস টার্মিনাল ও বনরূপাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরার দায়ে ১৭ জনকে তিন হাজার চারশ টাকা জরিমানা ও তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি তাদের নিজেদের সুরক্ষার জন্য ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক পরিধান করে বের হওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, করোনার ক্রান্তিকালে দেশের এমন বিদ্যমান পরিস্থতিতে মানুষকে বাঁচাতে এবং সচেতনতা বাড়াতে এ অভিযান পরিচালিত হচ্ছে।

সমানের দিনগুলোতে এ অভিযান চলবে বলে যোগ করেন ওই ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ০২, ২০২০
এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   রাঙামাটি জরিমানা করোনা ভাইরাস
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-06-02 15:11:52