ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ২, ২০২০
বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

দিনাজপুর: করোনা মহামারির এ দুঃসময়ে দেশে যাত্রী পরিবহনে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন গণতান্ত্রিক বাম জোট দিনাজপুর জেলা শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ জুন) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন- ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক মো. আনোয়ার আলী সরকার, সিপিবি দিনাজপুরের সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, ইউনাটেড কমিউনিস্ট লীগের জেলা কমিটির সদস্য আখতার আজিজ ও বাসদ জেলা সংগঠক কিবরিয়া হোসেন প্রমুখ।


 
বক্তারা বলেন, ‘বিশ্বের প্রত্যেকটি দেশের জনগণের সুবিধার্থে সেখানকার সরকার প্রধানরা যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রে সুবিধা নিশ্চিত করেছে। অথচ আমাদের দেশের জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে ৬০ শতাংশ বেশি পরিবহন ভাড়া। অবিলম্বে বাসের এই ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিলের দাবি জানাচ্ছি। ’
 
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।