ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে নতুন করোনা পজিটিভ ১৭ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জুন ২, ২০২০
নীলফামারীতে নতুন করোনা পজিটিভ ১৭ জন

নীলফামারী: নীলফামারী জেলায় নতুন করে আরো ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়ালো ১৪৭ জনে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক নারীসহ তিন জন।

মঙ্গলবার (২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, ৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয় গত ২৮ মে।

যার রির্পোট ১ জুন সন্ধ্যায় পাওয়া গেছে।

আক্রান্তদের মধ্যে রয়েছে জেলার জলঢাকা উপজেলায় ৭ জন, সৈয়দপুরে ৫, ডোমারে ৪ ও কিশোরগঞ্জে ১ জন।  

সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন জানান, এ পর্যন্ত জেলার ৬ উপজেলায় পজিটিভ রোগী ১৪৭ জনের মধ্যে জেলা সদরে ৫৩, ডোমারে ২৩, ডিমলায় ১৭, জলঢাকায় ২০, কিশোরগঞ্জে ১১, সৈয়দপুরে ২৩ জন। পজিটিভদের মধ্যে ডোমার ও জলঢাকা উপজেলা থেকে দুই রোগী পলাতক রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন।  

বাংলাদেশ সময়; ১২০৫ ঘণ্টা, জুন ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।