ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুন ২, ২০২০
ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর কোতয়ালি থানাধীন ন্যাশনাল ব্যাংকের ইসলামপুর শাখার ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (০১ জুন) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৬০ লাখ টাকা উদ্ধার ও দু’টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় ডিবির যুগ্ম কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন>>গাড়ি থেকে ব্যাংকের ৮০ লাখ টাকার বস্তা উধাও

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুন ০২, ২০২০
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।