ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

নওগাঁয় করোনায় ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জুন ২, ২০২০
নওগাঁয় করোনায় ব্যবসায়ীর মৃত্যু

নওগাঁ: নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর (৫৮) মৃত্যু হয়েছে।সোমবার ( ১ জুন) রাতে সদর উপজেলায় শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাসায় তিনি মারা যান। তিনি কাপড়ের ব্যবসা করতেন। 

নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঈদের দুইদিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়।

এর পর তিনি দোকান বন্ধ করে কোয়ারেন্টিনে চলে যান। ঈদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এর পর থেকে তিনি বাসায় অবস্থান করে করোনার চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার রাতে রাতে বাসাতেই তিনি মারা যান।  

এ নিয়ে নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুইজনে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলার সুলতান পুর এলাকার একজনের ক্যান্সারে আক্রান্ত হয়ে বগুড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর করোনা পজিটিভ ধরা পড়ে। এখন পর্যন্ত নওগাঁয় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, জুন ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।