ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আম পাড়া নিয়ে দুই মেয়ের ঝগড়া, থামাতে গিয়ে মায়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, জুন ২, ২০২০
আম পাড়া নিয়ে দুই মেয়ের ঝগড়া, থামাতে গিয়ে মায়ের মৃত্যু

বরিশাল: গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই বোনের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে আহত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধ মায়ের।

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বড়দুলালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম জরিনা বেগম।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (০১ জুন) রাত সাড়ে দশটার দিকে পুলিশ একজনকে আটক করেছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার বাড়ির গাছের আম পাড়াকে কেন্দ্র করে ওই গ্রামের সাহেব আলী বেপারীর বড় মেয়ে ফাতেমা বেগমের সাথে পঞ্চম মেয়ে লাইজু বেগমের ঝগড়া হয় সোমবার সন্ধ্যায়।

দুই মেয়ের ঝগড়া থামাতে এগিয়ে যান তাদের বৃদ্ধা মা জরিনা বেগম। একপর্যায়ে বড় মেয়ে ফাতেমা বেগমের ছেলে বাচ্চু বেপারী (২২) ঘটনাস্থলে যায়। ঝগড়ার এক পর্যায়ে জরিনা বেগমকে ধাক্কা দেওয়া হলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে মারা যান। স্বজনদের দাবি ফাতেমার ছেলেই তার নানীকে ধাক্কাটি দেয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পঞ্চম মেয়ে লাইজু বেগমকে আটক করা হয়েছে। তবে বড় মেয়ে ও তার ছেলে পলাতক রয়েছে।

বাংলাদেশ সময়: ০৬০৮ ঘণ্টা, জুন ০২, ২০২০
এমএস/এইচএমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।