ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেট এসপি অফিসসহ ১১ থানায় বসলো জীবাণুনাশক টানেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, জুন ১, ২০২০
সিলেট এসপি অফিসসহ ১১ থানায় বসলো জীবাণুনাশক টানেল

সিলেট: পুলিশ সুপার কার্যালয়সহ এগারোটি থানায় জীবাণুনাশক টানেল স্থাপন করলো সিলেট জেলা পুলিশ।

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে পুলিশ সদস্য এবং জনসাধারণকে সুরক্ষিত রাখতে এ উদ্যোগ নিয়েছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন।

সোমবার (১ জুন) পুলিশ সুপার কার্যালয়সহ জেলার এগারোটি থানায় একযোগে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে পুলিশের কাছে আগত সেবা গ্রহিতা ও পুলিশ সদস্যদের সুরক্ষিত রাখতে সর্বোচ্চ গুরত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিটি থানাসহ পুলিশ সুপার কার্যালয়ে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে কখনো পুলিশ সুপার নিজে কিংবা অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত প্রত্যেকটি থানায় পুলিশ সদস্যদের ব্রিফ করেছেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন-সি সমৃদ্ধ ফলমূল পুলিশ সদস্যদের মাঝে বিতরন করেছে। অফিস, ব্যারাক পরিষ্কার রাখাসহ পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন, এমনটি জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত জেলা পুলিশের ৬১ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তবে আশার কথা হচ্ছে, এরই মধ্যে ১৫ সদস্য সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩২১ ঘণ্টা, জুন ০১, ২০২০
এনইউ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।