ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিয়ের ৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে লাশ হলেন জামাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ১, ২০২০
বিয়ের ৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে লাশ হলেন জামাই

চাঁপাইনবাবগঞ্জ: বিয়ের মাত্র্র সাত দিনের মাথায় শ্বশুরবাড়ি গিয়ে নদীতে ডুবে মারা গেছেন নীরব নামের এক যুবক (২০)। 

সোমবার (১ জুন) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহানন্দা নদীতে ডুবে নববিবাহিত ওই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। সাতদিন আগে গত ঈদুল ফিতরের পরদিন (২৬ মে) বিয়ে করেন তিনি।

 

পেশায় রাজমিস্ত্রী  নীরব চাঁপাইনবাবগঞ্জ শহরের বালিগ্রাম এলাকার মো. নূরুলের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে শ্বশুরবাড়ি শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর বামুন গ্রাম এলাকায় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঘাটে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যায় নীরব। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী একটি দল ও রাজশাহী থেকে আসা ডুবুরিরা সন্ধ্যা সোয়া ৬টার দিকে নদী থেকে নীরবের মরদেহ উদ্ধার করে।
 
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মেহেরুল ইসলাম জানান, বিয়ের পর প্রথা অনুযায়ী প্রথম শ্বশুরবাড়ি বেড়াতে আসে নীরব। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার অকাল মৃত্যু হয়। এ ঘটনায় নীরবের নিজ ও শ্বশুরবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।  

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জুন ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।