ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে বুকে ব্যথা নিয়ে শিক্ষকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ১, ২০২০
ঝালকাঠিতে বুকে ব্যথা নিয়ে শিক্ষকের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠি শহরের শহীদ স্মরণী এলাকার (পৌর খেয়াঘাট সংলগ্ন) এক স্কুল শিক্ষক বুকে ব্যথা নিয়ে মারা গেছেন।

সোমবার (০১ জুন) দুপুরে তিনি বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে ঝালকাঠি সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শাখাওয়াত হোসেন মোল্লা (৫০) ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের প্রয়াত জালাল মোল্লার ছেলে এবং নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার ঝালকাঠি জানান, মারা যাওয়ার পর ওই শিক্ষককে হাসপাতালে আনা হয়। তার করোনা পজেটিভ ছিলো কী না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, জেলা জুড়ে এ পর্যন্ত মোট ৫৩ জন করোনায় শনাক্ত হয়েছে এবং ২ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুন ০১, ২০২০
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad