ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় স্কপের ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, জুন ১, ২০২০
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যায় স্কপের ক্ষোভ

ঢাকা: লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

সোমবার (১ জুন) বিকেলে এক বিবৃতিতে এ শোক ও ক্ষোভ প্রকাশ করা হয়। স্কপের যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা ফজলুল হক মন্টু এবং নইমুল আহসান জুয়েলসহ কেন্দ্রীয় নেতা শাহ মোহাম্মদ জাফর, আনোয়ার হোসেন, ডা. ওয়াজেদুল ইসলাম খান, মেসবাহ উদ্দিন আহমেদ, সাইফুজ্জামান বাদশা, চৌধুরী আশিকুল আলম, রাজেকুজ্জামান রতন, কামরুল আহসান, শামিম আরা, পুলক রঞ্জন ধরের পক্ষ থেকে এ বিবৃতি পাঠানো হয়।

এতে বলা হয়, দীর্ঘদিন থেকেই একদল মানবপাচারকারী বিপুল অর্থ নিয়ে তরুণদের অবৈধ পথে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাচারের কাজ করে আসছে। ফলে মাঝে মধ্যেই কর্ম প্রত্যাশী তরুণরা প্রতারিত হচ্ছেন এবং জীবন হারাচ্ছেন।

এসব মানবপাচারকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্কপ নেতারা। পাশাপাশি মিথ্যা প্রলোভনে অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে না যাওয়ার ক্ষেত্রে প্রচারণা বাড়ানোর জন্যও সরকারের প্রতি দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ১, ২০২০
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।